চুকনগরের মাগুরাঘোনায় বরিংপাইপের থেকে প্রতিনিয়ন উঠছে গ্যাস

প্রকাশঃ ২০১৭-১২-২২ - ১৬:০২

চুকনগর, খুলনা : চুকনগরের মাগুরাঘোনায় নতুন বরিং এর পাইপের গোড়া দিয়ে প্রতিনিয়ন গ্যাস উঠছে বলে সংবাদ পাওয়া গেছে। পাইপের গোড়া দিয়ে গ্যাস ওঠার ঘটনা সরজমিনে দেখার জন্য শত শত উৎসুক নারী পুুরুষ,আবাল বৃদ্ধ বনিতা সকাল সন্ধ্যা সেখানে ভিড় করছে।
সরজমিনে গিয়ে জানাযায়,ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামের মৃত শামছুর রহমানের পুত্র আনিচুর রহমান সরদার গত ১৫ডিসেম্বর শুক্রবার সকালে নতুন বাজারের পশ্চিম প্রান্তে সাগরার কুড় নামক একটি বিলে তার জমিতে মিস্ত্রী দিয়ে বরিং করছিল। এ সময় পাইপ যখন মাত্র ৬০ফুট লেয়ারে যায় তখন পাইপ গুলো হঠ্যাৎ উপরের ছিটকে ওঠে। পরে মিন্ত্রীরা সেই পাইপ পুনরায় পুততে শুরু করে তখন মাটির নিচ থেকে গ্যাসের গন্ধ বের হতে থাকে। এভাবে ১২০ফুট পর্যন্ত গ্যাসের গন্ধ বের হয় বলে ও মিন্ত্রী বরিং মালিক ও স্থানীয়রা জানায়। এরপর ২৪০ফুট পর্যন্ত পাইপ দিয়ে বরিং পোতার কাজ সম্পন্ন করে মিন্ত্রীরা। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য উক্ত বরিং পাশে এর মাটির নিচ থেকে প্রতিনিয়ত গ্যাসের গন্ধ বের হতে থাকে। পরীক্ষা করার জন্য অনেকে আগুন জ্বালালে ঘন্টার পর ঘন্টা সেখানে আগুন জ্বলছে। উৎসুক জনতা বরিং এর পাশে সামান্য ফুটো করে ছোট পাইপ দিয়ে ইট উপর ভাত ও তরি তরকারী রান্না করেছে। এছাড়া যে লক্ষন গুলো দেখা যাচ্ছে তার মধ্যে সেখানে সর্বদা ঠান্ডা,সারাক্ষন গ্যাসের গন্ধ বের হচ্ছে,পাটখড়ি দিয়ে সামান্য ফটো করে আগুন জ্বালালে পাটখড়ি না পুড়ে এমনিতেই আগুন জ্বলছে। দীর্ঘ ৭দিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত গ্যাসের গন্ধ ও আগুন জ্বালালে ঘণ্টার পর ঘন্টা আগুন জ্বলছে। এঘটনায় বরিং মালিক আনিচুর রহমান বলেন এ বিষয়টি নিয়ে আমি দুচিন্তায় আছি। কারণ যে যখন এখানে আসছে সে তখন আগুন জ্বালাচ্ছে। তাই কখন না জানি একটা বড় সমস্যার সৃষ্টি হয়। উল্লেখ্য যে একই কারণে ঐ গ্রামে এঘটনার পূর্বে ৮/১০টিউবওয়েল এর পাইপ পুততে গিয়ে ব্যর্থ হয়েছে গ্রামবাসীরা।