চুকনগরের মাগুরাঘোনায় মৎস্য ঘের লুট

প্রকাশঃ ২০১৮-০১-২১ - ১৬:৪৮

চুকনগর (খুলনা) প্রতিনিধি : চুকনগরের মাগুরাঘোনায় ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে দিনে দুপুরে এক ব্যক্তির মৎস্য ঘের লুট ও ভেড়ি কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামের কোমর উদ্দিন সরদারের পুত্র নজরুল ইসলাম সরদার জানান,তিনি মাগুরাঘোনা বিলে সরকারের কাছ থেকে ডিসিয়ার নিয়ে ১একর ৮৫শতক জমিতে দীর্ঘদিন ধরে ঘের করে আসছে। কিন্তু গতকাল দুপুর ১২টার দিকে সরকারী জমির মালিকানা দাবি করে একটি ভুয়া জাল দলিল দেখিয়ে একই গ্রামের মৃত আব্দুল মতলেবের পুত্র মতিয়ার রহমান শেখ,মৃত জসিম উদ্দিন গাজীর পুত্র জোহর আলী গাজী এবং তার পুত্র আলমগীর হোসেন গাজী সহ আরও ৪/৫জন অজ্ঞাতমানা ব্যক্তি হঠ্যাৎ তার মৎস্য ঘেরে জাল দড়ি নিয়ে নেমে মাছ মারতে শুরু করে। এ সময় তারা ঘের থেকে শুধু মাছ লুট করেই ক্ষান্ত হননি। পরে তার মৎস্য ঘেরের ভেড়ি কেটে দিয়ে উন্ম্ক্তু দিয়েছে। এতে তার প্রায় ৩/৪লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। তিনি আরও বলেন এর পূর্বে এ ঘটনাকে কেন্দ্র করে নজরুল ইসলাম ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডাইরী এবং উপজেলা ভুমি অফিস বরাবর একটি লিখিত অভিযোগ করলে সহকারী কমিশনার উভয় পক্ষকে ডাকেন। সেখানে জোহর আলীর দলিল ভুয়া বলে প্রমানিত হয়। এঘটনায় তারা ক্ষিপ্ত হয়ে তার মৎস্য ঘের লুট ও ভেড়ি কেটে দিয়েছে। মতিয়ার রহমানের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।