চুয়াডাঙ্গায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার (ভিডিও)

প্রকাশঃ ২০২২-০৮-১৪ - ০০:০৬

খুলনা অফিস : চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন রামনগর এলাকা থেকে ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব জানায়, আজ শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ ক্যাম্পের একটি দল শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন রামনগর এলাকায় অভিযান করে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা এলাকার মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম কাজল(৩৮) কে । ১৭৮ বোতল ফেন্সিডিল ও ০১টি মোবাইল ফোনসহ গ্রেফতার করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় হস্তান্তর পূর্বক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।