চৌগাছায় বজ্রপা‌তে দিনমজুরের মৃত্যু

প্রকাশঃ ২০২২-০৮-০৩ - ২২:৫০

যশোর প্রতিনিধি: য‌শো‌রের চৌগাছায় বজ্রপা‌তে সে‌লিম (২৭) না‌মে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। তি‌নি উপ‌জেলার ফুলসারা ইউনিয়‌নের বারুইহা‌টি গ্রা‌মের আব্দুল খা‌লেক বিশ্বা‌সের ছে‌লে।
সে‌লি‌মের সহক‌র্মি আলতাফ হো‌সেন জানান সে‌লিমসহ তারা ১১ জন বারুইহা‌টি গ্রা‌মের পূর্বমা‌ঠে দিনমজুর হি‌সে‌বে আমন ধা‌নের চারা রোপন কর‌ছিল। বুধবার ( ৩ আগস্ট) বেলা ১১ টা নাগাদ বৃ‌ষ্টি শুরু হ‌লে তারা মাঠ ছে‌ড়ে বা‌ড়ি ফি‌রে আস‌ছিলেন। প‌থিম‌ধ্যে তারা গ্রা‌মের গভীর নলকু‌পের কাছাকা‌ছি পৌঁছা‌লে হঠাৎ বজ্রঘাত হ‌লে সে‌লিম ঘটনাস্থ‌লে মৃত‌্যুবরণ ক‌রে। আলতাফ হো‌সেন আ‌রো ব‌লেন, আমরা নলকু‌পের পা‌নি সে‌চের ড্রেনের উপর দি‌য়ে এক সা‌রি‌তে যা‌চ্ছিলাম, সে‌লিম ছিল আমার পিছ‌নে হঠাৎ সে আমার পিছন থে‌কে আ‌গে উ‌ঠে যায় আর সে সময়ই তার মাথার উপর বজ্রঘাত হয়। বজ্রপা‌তে সে‌লি‌মের মাথার চুল ও গা‌য়ের জামাই আগুন ধ‌রে যায়। সে‌লি‌মের এক ছে‌লে। তার বয়স ছয় বছর।
ফুলসারা ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ও উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক মে‌হেদী মাসুদ চৌধুরী ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।