যশোর : যশোরের চৌগাছায় ব্রিটিশ নীল বিদ্রোহের কৃষকের কৃত্র দাস থেকে রক্ষা করেছিল এবং ব্রিটিশ বাহিনীর কাছে শহীদ হন সেই মহানায়ক ২ ভাই শহীদ বিষ্ণুচরণ বিশ্বাস দিগম্বর বিশ্বাস তিনার গ্রামে কংসারিপুর বিশ্বাস বাড়ি সর্বজনীন দূর্গা মন্দিরে পূজা মা দূর্গা দেবীর পঞ্চমী পূজা অনুষ্ঠীত হচছে। মঙ্গলবার (৮ অক্টোবর) পৌর এলাকার ৩ নং ওয়ার্ড কংসারপুর বিশ্বাস বাড়ির সন্ধ্যা ৭ টায় জগজ্জননী দশ ভূজা করুণাময়ী দূর্গা মায়ের আবির্ভাব মর্ত্যধামে
ভক্তি অর্য্য দিয়ে দূর্গতিনশিনী বরণ নিতে বোধন পূজা মাধ্যমে শারদীয় দূর্গা পূজা শুভ সূচনার শুরু হয়। শারদীয় দূর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক শ্যামল কুমার বিশ্বাস , সহ – সভাপতি বিপুল কুমার বিশ্বাস ও সঞ্জয় মন্ডল, সহ -সাধারণ সম্পাদক অরবিন্দু কুমার বিশ্বাস ও অজিত রায়, সাংগঠনিক সম্পাদক পঙ্কজ রায,কোষাধক্ষ অসীম কুমার বিশ্বাস, মহিলা সম্পাদিকা বিতিকা রানী শিকদার, উপদেষ্টা হিসাবে আছেন অমল কুমার বিশ্বাস, বিমল কুমার বিশ্বাস, রনজিৎ কুমার বিশ্বাস,দেবরাজ কুমার বিশ্বাস, নিতাই খা, রতন ঘোষ শারদীয় দূর্গা পূজার মন্দিরে নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব আছেন চয়ন কুমার বিশ্বাস, স্বাধীন কুমার বিশ্বাস, সজয় কুমার বিশ্বাস, স্নপ্নীল অনুরাগ নিল,অরিত্র কুমার বিশ্বাস, সতীরৃথ কুমার বিশ্বাস, চয়ন রায়, নয়ন রায়, প্রান্ত মন্ডল, প্রতাপ রায়, সজিব রায়,সুশান্ত খাঁ, বর্ষণ ঘোষ, অর্ষ্য কুমার বিশ্বাস, বিপ্লব মন্ডল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সার্বিক পূজার কাজে নিয়োজিত আছেন।