চৌগাছায় উদীয়মান সাধু সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশঃ ২০২৩-০১-১৫ - ১৬:২৭

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় উদীয়মান সাধু সংঘের ৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাধু সংঘ ও বাউল সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় বাজারে কাঁচামাল হাটে মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন সংঘের উপজেলা সভাপতি জুমারুল ইসলাম, হারুন অর রশিদ, মাহাবুর রহমাসন, টিপু সুলতসন, নূরনবী, রফিকুল ইসলাম মিন্টু, অধির পাল, রহমত আলী, কুদ্দুস বয়াতি, মশিশার ভান্ডারী। দেহতত্ত্ব সংগীত ও বাউল গান পরিবেশন করেন রেশমা সরকার, মিঠু সরকার, ইকবসল হোসেন, অন্তর পাল, লালন কন্যা সুরাইয়া আক্তার, মোহনা খাতুন, বাউল মঙ্গল প্রমুখ।