চৌগাছায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে শিশু নিহত

প্রকাশঃ ২০২৩-০৩-২০ - ১১:২৯

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায়  নির্মাণধীন  ৪ তলা ভবনের ইট পড়ে স্কুল শিক্ষার্থী শ্রেয়া বালা (৭) নিহত হওয়ার ঘটনায় ভবন মালিক জামাত ইসলামের সেক্রেটারি জিল্লুর রহমান ও রাজমিস্ত্রি  রেজাউল ইসলাম কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শনিবার সন্ধ্যার দিকে নিজ বাসভবন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জিল্লুর রহমান চৌগাছা শহরের বাকপাড়া গ্রামের এবং রেজাউল ইসলাম উপজেলার পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের বাসিন্দা।

এর আগে গত শনিবার সকাল ১০টার দিকে স্কুলে প্রাইভেট পড়ে মায়ের সাথে বাড়ি ফেরার পথে বাবার দোকানের সামনে পৌছে নির্মানাধীন পাঁচ তলা ভবনের কাজ করার সময় গাথুনির ইট ধ্বসে পড়ে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা যায় শিশু শ্রেয়া। এঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে গেছে। এলাকায় মানুষের প্রিয়  শিশু শ্রেয়া বালা নিহত হওয়ার পর থমথমে ভাব সৃষ্টি হয়েছে। সংকর বালার একমাত্র কন্যা সন্তান ছিল শ্রেয়া।

এ ঘটনায় শনিবার সন্ধ্যায় অভিযুক্ত ভবন মালিক জমাত ইসলামের নেতা জিল্লুর রহমান ও নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রি) রেজাউল ইসলামকে থানা হেফাজতে নেয় পুলিশ।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, শনিবার রাতেই নিহতের বাবা হোমিও চিকিৎসক শংকর বালা প্রটেকশন ছাড়া বিল্ডিং নির্মাণের ফলে অবহেলাজনিত অভিযোগ এনে এই মামলা করেন। আসামীদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।