যশোর : র্যাব চৌগাছার মদনপুর বন্দরমাঠ চৌরাসআ মোড় থেকে ৫ বোতল ফেনসিডিলসহ ঠান্ডু মোল্যাকে আটক করেছে। সে ওই চৌগাছার বড় বরনী গ্রামের শহিদ মোল্যার ছেলে।
র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার সকার ১০ টায় র্যাব-৬ সিপিসি ৩ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লে. এম সারোয়ার হুসাইন (এক্স) বিএন এবং স্কোয়াড কমান্ডার এএসপি সোহেল পারভেজের নেতৃত্বে একটি আভিযানিক দল যশোরে চৌগাছার বন্দরমাঠ চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে ঠান্ডু মোল্যাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।