যশোর : যশোরের চৌগাছায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবু মন্ডল (৩২) নামে এক দিন মজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সিংহঝুলী ইউনিয়নের মাঝালি গ্রামে এই ঘটনা ঘটে। মৃত বাবু মন্ডল উপজেলার ঝাউতলা পূর্বপাড়ার আব্দুস শুকুর মন্ডলের ছেলে। স্থানীয়রা জানান, বাবু মন্ডল দিন মজুর ভিত্তিতে অন্যদের সাথে গাছ কাটার কাজ করতেন। প্রতিদিনের ন্যায় শুক্রবার তিনি পার্শ্ববর্তী মাঝালী গ্রামের কামাল হোসেন নামে এক ব্যক্তির গাছ কাটতে যান। সেখানে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার নিশাত তারান্নুম তনু বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই বাবু মন্ডলের মৃত্যু হয়েছে। চৌগাছা থানার ওসি (তদন্ত) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।