চৌগাছায় মাছ ধরতে গিয়ে মৃত্যু

প্রকাশঃ ২০২৩-০১-২৯ - ১৪:৫৬

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদে মাছ ধরতে গিয়ে আবুল খায়ের (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার ডাকবাংলোপাড়া সংলগ্ন কপোতাক্ষ শ্মশান ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল খায়ের পৌরসভার (৮ নং ওয়ার্ড) মডেল পাড়ার বাসিন্দা ও মৃত আছর উদ্দীনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আবুল খায়ের শুক্রবার আনুমানিক বিকাল ৪টার দিকে মাছ ধরা খালোই, ঝাকি জাল ও টর্চ নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বের হন। রাত হলেও বাড়ি না ফেরায় খোজাখুজির পর ডাকবাংলোপাড়া সংলগ্ন কপোতাক্ষ শ্মশান ঘাটে তার লাশ ভেসে থাকতে দেখে স্থানীরা। পরে থানা পুলিশে খবর দিলে আনুমানিক রাত ১২টার দিকে দ্রুত পুলিশ এসে লাশ উদ্ধার করে। স্ট্রকজনিত কারণে মৃত্যু হতে পারে বলেও প্রাথমিক ধারনা করেছেন স্থানীরা।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।