চৌগাছায় ৪৭ মোটরসাইলসহ ১টি সি এন জি জব্দ

প্রকাশঃ ২০২৩-০২-০১ - ১৩:১৭

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায়  ট্রাফিক পুলিশের অভিযানে ৪৭ টি মোটরসাইকেল সহ ১টি সি এন জি জব্দ করেছে ট্রাফিক পুলিশ। মঙ্গলবার  (৩১জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যেসকল মোটরসাইকেলের নিবন্ধন নেই, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট নেই সেসকল মোটরসাইকেলগুলিকে জব্দ করেছেন।

জানা গেছে, বাজার সহ বিভিন্ন অলি গলিতে ৪৭টি মোটরসাইকেল ও ১ টি সি এন জি  জব্দ  করেছেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট সাইফুল ইসলাম ও এ টি এস আই ফারুক হোসেন। এসময় ট্রাফিক পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। চৌগাছা থানার  উপ পরিদর্শক এ এস আই জিতু বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ৪৭  টি মোটরসাইকেল ও ১ টি সি এন জি জব্দ করে  থানা হেফাজতে রেখেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। মোটরসাইকেল আটক অভিযানে সার্বিক সহযোগিতা করেন থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ।