ছাগলে ইরি ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১

প্রকাশঃ ২০২১-০২-১৮ - ১৮:৩৭

তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা উপজেলার দশভাইয়া গ্রামে মনির তরফদার বৃহস্পতিবার সকাল ৭টায় ঘেরে প্রতিদিনের ন্যায় তার কাজের লোক শাহাজান (৫০) ইরি ধানের ক্ষেতে পানি সেচ দিতে যান। তখন তিনি উক্ত ধান ক্ষেতে ছাগলে ধান খাচ্ছে। তখন তিনি উক্ত ছাগল ধরতে গেলে ঘেরের পাশে উক্ত ছাগলের মালিক সেকেন্দার ও তার দুই পুত্রের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উক্ত সেকেন্দার ও তার দুই পুত্র শাহাজান কে অতর্কিতভাবে হামলা করে করে গুরুতর আহত করেন। আশপাশের লোকজন এসে শাহাজানকে তাদের কবল থেকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সেখান থেকে শুক্রবার সকালে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করবেন। এ বিষয়ে সেকেন্দার এর নিকট জানতে চাইলে তিনি জানান, আমার বাড়ির পাশে জমি যখন তখন আমার বাড়ির গরু ছাগল ক্ষতি করতেই পারে। কিন্তু উক্ত শাহাজান ঘেরের মধ্যে বিষ প্রয়োগ করায় আমার দুটি হাস ও ছাগল মারা যায়। একারণে আমার তার সঙ্গে হাতাহাটি হয়।