ঢাকা অফিস : কেন্দ্রীয় ব্যাংকের নিদের্শনা অনুযায়ী শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও খোলা রয়েছে কিছু ব্যাংকের শাখা।আমদানি-রপ্তানি বাণিজ্য ও পোশাকশিল্পে বেতন-ভাতা দেয়ার জন্য সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের কিছু শাখা খোলা রাখা হয়েছে। তবে ব্যাংক খোলা থাকলেও গ্রাহকদের তেমন ভিড় নেই।
ব্যাংকগুলো শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে এবং লেনদেন চলবে সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।
এদিকে, শবে কদরের বন্ধের দিন রবিবারও বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধসহ আমদানি-রপ্তানি সংক্রান্ত যে কোনো সেবা নিতে পারবেন গ্রাহকরা।
এছাড়া, ঈদের ছুটির আগে আগামী সোমবার পূর্ণ দিবস ব্যাংকিং কার্যক্রম চলবে।