কুষ্টিয়া : কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে শুরু হয়েছে তিনদিনব্যাপী লালন স্মরণ উৎসব ও সাধুসঙ্গ। এ উপলক্ষ্যে আখড়াবাড়িতে আসতে শুরু করেছেন লালন ভক্ত ও অনুসারীরা। উৎসব বর্ণিল করতে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।
দোল পূর্ণিমা রাতে ভক্ত-অনুসারীদের নিয়ে গান আর সাধন-ভোজনে মেতে উঠতেন ফকির লালন সাঁই। তাঁর তিরোধানের পরও অব্যাহত রয়েছে এই ধারা। দিনরাত চলে অর্চনা, সাধুসঙ্গ ও বাউল গানের আসর। মানুষের মাঝে স্রষ্টার সন্ধান খোঁজেন লালন ভক্ত-অনুসারীরা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে দল বেধে আখড়াবাড়িতে আসছেন দর্শনার্থীরা। লালন তাঁর গানে বলেছেন, বৈষম্যহীন মানব সমাজ গড়ার কথা। এই চেতনা ছড়িয়ে পড়বে সবার মাঝে, এমনই প্রত্যাশা আয়োজকদের।
এদিকে, এই আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানানো হয় পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে।