ঢাকা অফিস : রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় মেট্রো হাউজিংয়ের টিনসেড বাসায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান-র্যাব। অভিযানে দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে র্যাব। সকালে ঘটনাস্থলে ড্রোন ও বোম্ব ডিজপোজাল ইউনিট পৌছানের পর অভিযান শুরু করে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে বাসাটি ঘেরাও করে র্যাব। পরে আশেপাশের লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, ভোর রাতে বাসার ভেতরে কিছু সময় পর কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও তারা অসম্মতি জানায়। পরে অভিযান শুরু করে র্যাব। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়।