রবিউল ইসলাম মিটু, যশোর : জেএমবির দক্ষিণপশ্চিম অঞ্চলের অন্যতম প্রধান সংগঠক ঈমাম মোজাফ্ফার হোসেনকে দুইদিনের রিমান্ডমঞ্জুর করেছেন আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ম্যাজিষ্ট্রেট বুলবুল ইসলাম এ রিমান্ডমঞ্জুর করেন।
বৃহস্পতিবার কোতয়ালি থানার পুলিশ মোজাফ্ফর হোসেনকে আদালতে হাজির করেন। পুলিশ জিজ্ঞাসাবাদের ৭দিনের রিমান্ডআবেদন করেন। আদালত দুই দিনের রিমান্ডমঞ্জুর করেন।
প্রসঙ্গত.মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে যশোর সদর উপজেলার পাগলাদহ পূর্বপাড়ার মোজাফ্ফর হোসেনের বাড়িটি পুলিশ ঘিরে ফেলে। রাত ৯টা ২৫মিনিটে মোজাফ্ফরকে নিয়ে পুলিশ হেডকোয়ার্টারের সদস্য, গোয়েন্দা পুলিশ, সোয়াট, যশোর পুলিশ এবং বিস্ফোরক ডিসপোজাল ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর ছয়-সাতটি টিম তার বাড়িকে ঢোকে। তার বাড়িতে বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে রাত ১০টায় অভিযান শেষ করার ঘোষণা দেন পুলিশ সুপার আনিসুর রহমান। তিনি সাংবাদিকদের ব্রিফিংয়ে জেএমপির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম নেতা মোজাফ্ফরকে আটক এবং আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের কথা জানান।