এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২য় গ্লোবাল ডায়ালগ ফর হ্যাপিনেস ও ওয়ার্ড গভর্নমেন্ট সামিটের ৬ষ্ঠ বিশ্বসভায় অংশগ্রহণের উদ্দ্যেশে শুক্রবার বিকালে ঢাকা শাহাজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে দুবাইয়ের উদ্দেশ্যে গমণ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, সংযুক্ত আরব আমিরাতের সরকারের আয়োজনে ১০ ফেব্রুয়ারী হতে ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত ২য় গ্লোবাল ডায়লিগ ফর হ্যাপিনেস ও ওয়ার্ড গভর্নমেন্ট সামিটের ৬ষ্ঠ বিশ্বসভা অনুষ্ঠিত হবে। সংযুক্ত আরব আমিরাতের সরকারের আমন্ত্রণে তিনি উক্ত অনুষ্ঠানে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব মাহাবুব হোসেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক-এর সফরসঙ্গী হয়েছেন। আগামী ১৪ ফেব্রুয়ারী তিনি দেশে ফিরে আসবেন।