জনসেবা ও কাজের মূল্যায়ণ স্বরুপ প্রধান মন্ত্রী আমাকে পূর্ণ মন্ত্রীত্ব দিয়েছেন – মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ

প্রকাশঃ ২০১৮-০১-১০ - ১৭:১৮

তাপস কুমার বিশ্বাস: মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, দীর্ঘদিন ধরে মানুষের সুখ দুঃখের সাথী হিসাবে পাশে দাড়িয়েছি। বঙ্গবন্ধুর আর্শিবাদ ছিল আর তার সুযোগ্য কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা কাজের মুল্যায়ণ করে আমাকে পুরস্কার হিসাবে মন্ত্রীত্ব দিয়েছেন। শিক্ষক থেকে মন্ত্রী হয়েছি। আমার জীবনে চাওয়া পাওয়া বলে আর কিছু নেই। শুধু জনগনের কল্যাণে বাকি জীবন কাটিয়ে দিতে চাই। যারা ব্যক্তি স্বার্থে দলে যোগ দিয়েছে তারা মুলতঃ আওয়ামীগার নয় বরং তারা স্বার্থবাদি। আগামী নির্বাচনে দল উন্নয়নের প্রতীক নৌকা যার হাতে তুলে দিবে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে।

বুধবার দুপুরে খুলনার ফুলতলা স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। কাজী আশরাফ হোসেন আশুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক আমিনুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খাঁন, ইউএনও মাশরুবা ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) পিংকী সাহা। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মোঃ আসাদুজ্জামান মুন্সী, জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিএমএ সালাম, মোঃ আসলাম খান, আলহাজ¦ আনোয়ারুজ্জামান মোল্যা, মৃনাল হাজরা, শেখ রওশন আলী, কামরুজ্জামান নান্নু, শাহাদাৎ বিশ্বাস, ইসমাইল হোসেন বাবলু, মোল্যা হেদায়েত হোসেন লিটু, সরদার আলাউদ্দিন, মনিরুল ইসলাম, শহিদুল্লাহ প্রিন্স, রবিউল ইসলাম মোল্যা, এস কে মিজানুর রহমান, রবিন বসু, বেগম শামসুন্নাহার, শেখ আনছার আলী বিশ্বাস, আঃ গণি গাজী, বিকাশ রায়, শ্রমিক নেতা সনজিত বসু, ওয়াহিদ মুরাদ পিন্টু, শাপলা সুলতানা লিলি, আকতারুজ্জামান তিতাস, মারুফ মোল্যা, নূর হোসেন, আশরাফুল আলম মোড়ল, ছাত্রনেতা মঈনুল ইসলাম নয়ন, এস কে সাদ্দাম হোসেন। পরে মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ প্রধানমন্ত্রী প্রদত্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য এ্যাম্বুলেন্সের চাবি স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল মজিদের নিকট হস্তান্তর করেন। এদিকে নারায়ণ চন্দ্র চন্দ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের পূর্ণ মন্ত্রী হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়ে গতকাল দুপুরে ফুলতলা উপজেলা আওয়ামীলীগ কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে মন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে খুলনা জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, প্রেসক্লাব ফুলতলা, উপজেলা প্রেসক্লাব ফুলতলা, মাধ্যমিক শিক্ষক সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।