জন্মভূমির সাংবাদিক মামুন খানের সহধর্মিনীর ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

প্রকাশঃ ২০২৩-০৩-২৮ - ১১:৩০

ইউনিক ডেস্ক : দৈনিক জন্মভূমির স্টাফ রিপোর্টার, খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সদস্য মামুন খানের স্ত্রী শায়লা শারমিন নগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। তিনি এক কন্যা সন্তান ও স্বামীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত রোববার যোহরবাদ রূপসা উপজেলার শৈলপুর যুগিহাট বাদামতলা মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, গত ১৫ মার্চ টিউমারের অপারেশনের জন্য নগরীর গরীব নেওয়াজ ক্লিনিকে ভর্তি করা হয়। এ সময় অপারেশন থিয়েটারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে সিটি মেডিকেল ও পরে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। এর একদিন পরেই তিনি মারা যান।

তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক জন্মভূমি পত্রিকার প্রকাশক আসিফ কবীর, প্রধান সম্পাদক মনিরুল হুদা, উপদেষ্টা এস এম জাহিদ হোসেনসহ জন্মভূমি পরিবার।

অপরদিকে সাংবাদিক মামুন খানের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। বিবৃতিদাতারা হলেন কেসিআরএ’র সভাপতি সুমন আহমেদ, ডিএম রেজা সোহাগ, শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর, কামরুল হোসেন মনি, জয়নাল ফরাজী, এইচ এম আলাউদ্দিন, সোহাগ দেওয়ান ও আব্দুল জলিল প্রমুখ।