খুলনা : পৌষের কনকনে শীতের মধ্যে জমে উঠছে খুলনা বড় বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। নানা রঙের পোষ্টারে ছেয়ে গেছে গোটা এলাকা। প্রার্থীদের ছবি সম্মলিত পোস্টার ও প্যানা সেটে দেয়া হয়েছে। চলছে সকাল থেকে রাত পর্যন্ত জমজমাট প্রচার প্রচারনা। ১৩টি পদের মধ্যে ১২টি পদে ২২জন প্রার্থী লড়াই করছেন। ইতো মধ্যে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীরা হচ্ছেন সভাপতি মো: তসলিম উদ্দিন, মো: মনিরুজ্জামান শেখ, সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম খলিল, মো:শাহাদাৎ শেখ, সহ-সভাপতি দিলীপ দাস, মো: মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান বাবু, পঙ্কজ সাহা, সহ-সাধারণ সম্পাদক মো: মাহমুদুর রহমান, শেখ মুহাম্মাদ রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ মো: আবু হানিফ, দিলীপ সাহা চাঁন, সাংগঠনিক সম্পাদক আকাশ দেবনাথ, হাজী মো: শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক আমিনুল হক, নাহিদুল ইসলাম সাদ্দাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: আসাদুজ্জামান আকাশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং কার্যকরী সদস্যরা হচ্ছেন গনেশ কুমার সাহা, তাপস সাহা, মো: মেহেদী হাসান মোল্লা, মো: মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান শাহীন ও সমীর সাহা।
আগামী ২৮ জানুয়ারি ভৈরব স্ট্যান্ড রোডের দি ফকির বস্ত্রালয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনে ১৭০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে নির্বাচন কমিশন সূত্র জানান।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক আজম খান। কমিশনার হিসেবে রয়েছেন মো: সোহাগ দেওয়ান ও মো: আজিজুল ইসলাম মৃধা।