চট্টগ্রাম ব্যুরো:চট্রগ্রামের সন্দ্বীপে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সন্দ্বীপে কেরামতিয়া থেকে তৌহিদুল ইসলাম নামের এক ভুয়া ডাক্তার কে আটক করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান।
গতকাল রোজ বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল ১০.৩০ ঘটিকার সময় মাইটভাঙ্গা কেরামতিয়া এলাকা বাতেন মেডিকো নামক চেম্বার থেকে তাঁকে আটক করা হয়।
পরবর্তীতে ডাঃ পদবী ব্যবহার ও চেম্বার করতে নিষেধ করে শেষ বারের মত সর্তক করে আটকের দুই ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে।
এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিমের সাথে কথা বললে তিনি বলেন “এই কথিত ডাক্তারের নামে আমার কাছে অভিযোগ আসার পর সে ভুয়া ডাক্তার এই মর্মে সদ্য বিদায়ী ইউএনও বিদর্শী সম্বৌধি চাকমা বরাবরে প্রসিকিউশন দিয়েছিলাম। তখন কােন অজানা কারনে তার বিরুদ্ধে কোন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।
বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন” এই লোক ভুয়া ডাক্তার কারণ ডাক্তার লিখতে হলে এমবিবিএস বা ডেন্টাল বিষয়ে বিডিএস করা লাগে এবং বিএমডিসি বা বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন নাম্বার নিতে হয় তারপর ডাক্তার পদবী ব্যবহার করতে পারে। কিন্তু তার সেগুলো কিছু নেই সে মাত্র একটা ডিপ্লোমা কোর্স করছে সেটা মাত্র চলমান তাই তার ডাক্তারি প্রাকটিস ও ডাঃ পদবী ব্যবহার সম্পূর্ণ বে-আইনী।