জাতীয় পার্টির জেলা সভাপতি মধুর বাড়িতে চুরি

প্রকাশঃ ২০২৩-০১-২৬ - ১২:০০

বিজ্ঞপ্তি : জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু’র সোনাডাঙ্গা আবাসিক এলাকার বাড়িতে গত ২৩ জানুয়ারি রাত আনুমানিক ৩-৪টার দিকে চুরি সংঘটিত হয়। ৩টি আইফোন ও ১টি ভিভো মোবাইল যার মূল্য কয়েক লক্ষ টাকা এবং নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। এ ব্যাপারে সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। কিন্তু কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ না করে প্রশাসন আশ্চর্যজনকভাবে নিষ্ক্রিয় রয়েছে।

প্রশাসনের এহেন নিলিপ্ততা ও নিষ্ক্রিয়তায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, মহানগর আহ্বায়ক এড. মহানন্দ সরকার, মহানগর যুগ্ম আহ্বায়ক এড. অচিন্ত্য কুমার দাশ, সদস্য সচিব আব্দুল্লাহ্-আল-মামুন, জেলা জাপা দপ্তর সম্পাদক রহমত আলী খান, জাপা নেতা শেখ মো: তোবারক হোসেন তপু, প্রিন্স হোসেন কালু, মোল্লা সাইফুল ইসলাম, মাজাহার জোয়ার্দ্দার পান, এজাজ আহম্মদ, অপূর্ব দত্ত নেকু, জাপা নেতা শফিকুল ইসলাম বাচ্চু, গাজী খোকন, মো: সাহাবুদ্দিন, মো: মুনসুর খাঁ প্রমুখ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বর্তমানে খুলনা শহরে চুরি-ডাকাতি, ভূমি সন্ত্রাস দারুণভাবে বেড়ে গেছে। এতে আইন-শৃঙ্খলার অবনতি দেখা দিয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন। তারা আরও বলেন, প্রশাসন এ ব্যাপারে কোনো উল্লেখযোগ্য ভূমিকা পরিলক্ষিত হয় না। তাই ঊর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।