যশোর অফিস : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেয়েছেন খুলনা সদর উপজেলার রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর জগজ্জীবন বিশ্বাস। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জগজ্জীবন বিশ্বাস ২০২২-এর শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর হিসেবে পদক পেলেন। রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের উপস্থিতিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ ও ২০২২ প্রদান করা হয়।
জগজ্জীবন বিশ্বাস আরও একবার সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক লাভ করেন। দেশের প্রাথমিক শিক্ষা নিয়ে তিনি গবেষণাধর্মী কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি শিক্ষা বিষয়ে জাপান ও যুক্তরাজ্যে উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন।