রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলো গত ২০১৪ সালের ৫ জানুয়ারী নির্বাচনের পর থেকে গণতন্ত্র রক্ষা দিবস পালন করে আসছে। তারি ধারাবাহিকতায় ক্ষমতার প্রথম বছর থেকে ২০১৮ সালের ৫ জানুয়ারী চতুর্থ বার দিবসটি পালন করেছেন। গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জাতীয় শ্রমিকলীগ, তারাব আঞ্চলীক শাখার নেত্রীবৃন্দ শুক্রবার তারাব পৌর এলাকার বিশ্বরোডস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করেন। এ কর্মসূচিতে অংশ নেন, জাতীয় শ্রমিকলীগের তারাব আঞ্চলীক শাখার সভাপতি আলী হোসেন মোল্লা, সিনিয়র সহসভাপতি রমিজউদ্দিন, মনির হোসেন, আহাম্মদ আলী, সাধারন সম্পাদক শাহ্ মোবারক হোসেন খাঁন শাহিন, সাংগঠনিক সম্পাদক ছবির হোসেন, প্রচার সম্পাদক খোরশেদ আলম, আল-আমিন সিকদার বাবু, রহিমউদ্দিন, ফারুক প্রধান, আল-আমিন (আয়নাল) হেলাল উদ্দিন,সোলাইমান, সহিদুল ইসলাম, মাসুদ ভ’ইয়া প্রমূখ।