যশোর: বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের যশোর জেলা শাখার সম্মেলন শুক্রবার সকাল সাড়ে ১০টায় রেডক্রিসেন্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সুমন অধিকারীকে সভাপতি এবং অরুণ দাস অনিককে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের যশোর জেলা শাখার ৫১ সদস্য বিশিস্ট কমিটি গঠন করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোটের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মানিক চন্দ্র সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমীর চন্দ্র সাহা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাবু হেমচন্দ্র রায়, বাবু পরিমল মজুমদার, অধ্যাপক অখিল চক্রবর্তী, অধ্যাপক সঞ্জয় জোয়াদ্দার, অধ্যাপক প্রশান্ত সরকার প্রমূখ।