জায়ানের স্বজনদের সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশঃ ২০১৯-০৪-২৪ - ১৭:৫২

ঢাকা অফিস : শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত জায়ান চৌধুরীর পরিবারকে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার, দুপুর আড়াইটায় রাজধানীর বনানীতে ফুফাতো ভাই শেখ সেলিমের বাসায় যান তিনি। সেখানে প্রায় সোয়া ঘণ্টা অবস্থান করেন প্রধানমন্ত্রী।

এর আগে, দুপুর ১২টা ৫৪ মিনিটে জায়ানের মরদেহবাহী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে জায়ানের নানা ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম জায়ানের মরদেহ গ্রহণ করেন। এ সময় পরিবারের অন্যান্য সদস্য, স্বজন ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজ বাদ আসর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে জায়ানকে সমাহিত করা হবে।

গত রবিবার সকালে, ইস্টার সানডের প্রার্থনা চলাকালীন সময়ে শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি অভিজাত হোটেলে বোমা হামলার ঘটনা ঘটে। হামলার সময় হোটেলের নিচতলার রেস্তোরাঁয় সকালের নাস্তা করতে গিয়েছিলেন মশিউল হক চৌধুরী ও তাঁর বড় ছেলে জায়ান চৌধুরী। আর, ছোট ছেলে জোহানকে নিয়ে শেখ সোনিয়া ওই সময় হোটেলের কক্ষে ছিলেন। বোমা হামলায় মশিউল আহত হন এবং ছেলে জায়ান নিখোঁজ হয়। পরে, জায়ানের মৃত্যু খবর পাওয়া যায়।