জীবনের কবি জীবনানন্দের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশঃ ২০১৭-১০-২২ - ০০:০৭

ইউনিক ডেস্ক : জীবনের কবি, প্রকৃতির কবি বাংলা সাহিত্যের অন্যতম শীর্ষ কবি জীবনানন্দ দাশ’এর ৬৩তম মৃত্যুবার্ষিকী আজ রোববার, ২২ অক্টোবর। তিনি শুদ্ধতম ও রুপসী বাংলার কবি হিসেবে সমধিক পরিচিত। বিশ্ব কাব্যসািহত্যের এক অসাধারণ মেধাবী এই বাঙালি কবি কলকাতায় ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯৫৪ সালের ২২ অক্টোবর মারা যান। তার জন্ম বাংলাদেশের বরিশালে ১৯৯৯ সালের ১৭ ফ্রেব্রুয়ারি। তাদের পূর্বপুরুষ বিক্রমপুরে বসবাস করতেন। তার মা কবি কুসুম কুমারী দাশ ও পিতার নাম সত্যনানন্দ দাশ। আধুনিক বাংলা সাহিত্যে তিনি প্রধান কবি। তিনি বরিশালের ব্রজমোহন এবং কলকাতার প্রেসিডেন্সী কলেজের ছাত্র ছিলেন। ১৯২১ সালে ইংরেজি সাহিত্যে এমএ পাস করেন। ১৯৩৫ সালে বরিশাল ব্রজমোহন কলেজে অধ্যাপনা শুরু করেন। ১৯৪৬ সালে চলে যান কলকাতা। সেখানে বিভিন্ন কলেজে অধ্যাপনা করেন। ঐতিহ্য সচেতনতা, প্রকৃতি এবং বিপন্ন মানবতার ব্যথা তার কবিতায় প্রকাশিত হয়েছে। তিনি অসম্ভব অনুভূতিশীল, একেবারেই মৌলিক কবি। গভীর ইতিহাসবোধ সম্পন্ন একজন সার্বক্ষণিক কবি। তার রচিত বনলতা সেন’ আধুনিক কালের অন্যতম শ্রেষ্ঠ কাব্য। ঝরা পালক, ধূসর পান্ডুলিপি, সাতটি তারার তিমির, রূপসী বাংলা প্রভৃতি তার উল্লেখযোগ্য গ্রন্থ। জীবনানন্দ দাশের মৃত্যুর পর তার কয়েকটি গল্প এবং দুটি উপন্যাস প্রকাশিত হয়। মৃত্যুর প্রায় ৫০ বছর পর তার বহু উপন্যাস ও গল্পের পান্ডুলিপির সন্ধান পাওয়া গেছে।