রবিউল ইসলাম মিটু, যশোর : সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজে) দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তারেকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলায় চার্জশিট দেয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম. আব্দুল্লাহ এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছেন।
একইভাবে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি নূর ইসলাম, সহ-সভাপতি শহিদ জয়, সাধারণ সম্পাদক এম. আইউব, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, কোষাধ্যক্ষ মো. আকরামুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মীর কামরুজ্জামান মনি ও নির্বাহী সদস্য অনুব্রত সাহা মিঠুন এ নিন্দা জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, ষড়যন্ত্রমূলক মামলায় তরিকুল ইসলাম তারেকের মতো একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে চার্জশিট দেয়া রীতিমত নিন্দনীয়। তারা এ ঘটনার নিন্দা জানিয়েছেন।