জেকেজি হেলথকেয়ারের করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতির ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানাকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য ভবনে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।
করোনা পরীক্ষা না করেই রিপোর্ট দেয়ার অভিযোগে গেল জুনে জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী (সিইও) আরিফুল হক চৌধুরীসহ বেশ কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বেরিয়ে আসে জেকেজির নানা প্রতারণা ও অনিয়মের খোঁজ। পরে গ্রেপ্তার হন প্রতিষ্ঠানটির অন্যতম কর্নধার ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক ডা. সাবরীনা আরিফ চৌধুরী। দু’জনকেই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তরে হানা দেয় গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল।
জেকেজি কীভাবে করোনা পরীক্ষার অনুমোদন পেয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের কোন কোন কর্মকর্তা জেকেজিকে কাজ পাইয়ে দিয়েছে- এরকম নানা বিষয় নিয়ে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানাকে জেরা করেন গোয়েন্দারা। তবে, পদত্যাগী মহাপরিচালক আবুল কালাম আজাদের অনুপস্থিতির কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।