বিজ্ঞপ্তি : দৌলতপুর হতে এমাদ পরিবহণের একটি গাড়ি রোববার ভোরে ঢাকা উদ্দেশ্যে যাওয়ার পথে প্রচণ্ড বেগে মাদারিপুর জেলার শিবচর এলাকার মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে। এতে তৎক্ষণাৎ ১৯ জন যাত্রী নিহত হয় বাকীরা সবাই আহত হলে স্থানীয় লোকেরা তাদের এলাকার হাসপাতালে ভর্তি করেন। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। অধিকাংশ যাত্রীই খুলনার দৌলতপুরের। সিপিবি জেলা ও মহানগরের পক্ষ থেকে অবিলম্বে সঠিক তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদানের জন্য জোর দাবি জানানো হয়।
অপরদিকে এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমাবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা ও মহানগরের পক্ষে কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি কমরেড ডাঃ মনোজ দাশ, জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, কমরেড আব্দুল হান্নান, মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালী, কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল।