খুলনা : জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় একটি টিম পৃথক অভিযান চালিয়ে গাজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছেন কুমারেশ রায় (২৪) ও মোঃ সাগর শরীফ (২০)। এদের মধ্যে কুমারেশকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শম্পা কুন্ডু আদালতটি পরিচালনা করেন। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে দিঘলিয়া ও খালিশপুরে পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধায়নে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শম্পা কুন্ডু নেতৃত্বে ‘খ’ সার্কেলের পরিদর্শক মোঃ সাইফুর রহমান রানাসহ একটি টিম উপজেলা কামারগাতিতে অভিযান পরিচালনা করেন। এ সময় ৩নং ওয়ার্ডস্থ বাজারে কুমারেশ রায় সেলুনের দোকান থেকে ১শ’ গ্রামসহ আটক করেন। সে ওই এলাকার বাসিন্দা আকুল রায়ের পুত্র। পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শম্পা কুন্ডু ভ্রম্যমান আদালত পরিচালনা করে আটক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। অপরদিকে নগরীর খালিশপুরে দুপুরে বিআডিসি রোডস্থ নিউজপ্রিন্টের সামনে পরিদর্শক সাইফুর রহমান রানা অপর অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের পুত্র মোঃ সাগর শরীফকে ১০ পিস ইয়াবাসহ আটক করেন। এ ব্যাপারে খালিশপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।