জেলা মাদকদ্রব্য’র উদ্যোগে কারাগারে মাদকবিরোধী জনসচেতনতামুলক সভা

প্রকাশঃ ২০১৮-০৪-০৯ - ২০:২৪

খুলনা : জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় এর উদ্যোগে জেলা কারাগারের মধ্যে বিভিন্ন মাদক মামলার হাজতী ও আসামিদের নিয়ে মাদক বিরোধী জনসচেতনামুলক সভা ও স্বল্প দৈর্ঘ্য প্রমান চিত্র প্রদর্শন করা হয়। গতকাল সোমবার সকাল ৯টায় নগীরর জেলঘাট সংলগ্ন অবস্থিত জেলা কারাগারে অভ্যন্তরে অনুষ্ঠিত হয়।
জেল সুপার মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসান। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এর উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলার মোঃ ফরহাদ হোসেনসহ জেলা কারাগারের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় মাদকের কুফল সম্পর্কে ও জনসচেতনতামুলক বিভিন্ন গুরুত্বপুর্ণ দিক গুলো তুলে ধরা হয়। এ সময় মাদক মামলার আসামি ও হাজতীরা উপস্থিত ছিলেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এর উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান বলেন, মাদকবিরোধী প্রচারনার অংশ হিসেবে উক্ত সভা আয়োজন করা হয়। এছাড়া পর্যায় ক্রমে বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুরুপভাবে সভা অনুষ্ঠিত হবে।