নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন। ১৫ আগস্ট সকালে খুলনা বেতারে গিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনে উপস্থিত ছিলেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি-পরিচালক মোঃ আবুল হোসেন, উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান, সংস্থার গোয়েন্দা, ‘ক’ ও ‘খ’ সার্কেলের পরিদর্শক সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান