নিজস্ব প্রতিবেদক : জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ‘ক’ সার্কেলের একটি টিম অভিযানে চালিয়ে ১১২ পিস ইয়াবাসহ তৌহিদুল ইসলাম তুফান (২৮) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছেন। মঙ্গলবার (৬ নভেম্বর) সকালে নগরীর টুটপাড়া মেইন রোড মাস্টার পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র মতে, ‘ক’ সার্কেলের পরিদশর্ক হাওলাদার মোহাম্মদ সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বাসিন্দা মৃত খাজা মোল্লার পুত্র তৌহিদুল ইসলামকে ১১২ পিস ইয়াবাসহ আটক করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।