ঝালকাঠিতে টেম্পু উল্টে ৮ পরীক্ষার্থী আহত

প্রকাশঃ ২০১৮-০২-১০ - ১৮:০৮

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে আবারো অবৈধ টেম্পু উল্টে ৮ পরীক্ষার্থী আহাত হয়েছে। শনিবার ঝালকাঠির রাজাপুরে এ ঘটনা ঘটেছে। বড়ইয়া কেন্দ্রো থেকে এস এস সি পরীক্ষা শেষে বাড়ী ফেরার সময় পরীক্ষার্থী বহনকারী অবৈধ টেম্পু উল্টে ৮জন পরীক্ষার্থী আহাত হয়েছে । আহতরা উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ভাতকাঠি গ্রামের আ:হক এর পুত্র মো:রাসেল,অলিউল ইসলামের মেয়ে মিতু আক্তার,ইসরাফিলের মেয়ে হাফসা আক্তার ও হাফিজা আক্তার,সোহরাপের মেয়ে মনুজা,জাফর আলীর মেয়ে ফারজানা,বাবুল খানের মেয়ে তামান্না এবং বাবুল ফকিরের মেয়ে রুমা আক্তার। ওই টেম্পুতে থাকা শিক্ষক আহাত শিক্ষার্থীরা জানায়,টেম্পুটি মানসুরা নামের টেম্পুটির গতি অনেক বেশী থাকায় বিশ্বাস বাড়ীর মোড় ঘোড়তে গেলে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে রাস্তার পাশে পরে যায়। এতে ৮ জন শিক্ষার্থী আহাত হয়।এদের মধ্যে ১ জন রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছে এবং বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ীতে চলে গেছে।
এদিকে প্রথম পরিক্ষার দিনে নলছিটিতেও অবৈধটেম্পু উল্টে ১১ পরিক্ষার্থী আহত হয়েছিলো । তবে এ অবৈধ টেম্পু মারত্বক ঝুকি নিয়ে রাস্তায় চলাচল করে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটিয়ে থাকে। এ অবৈধ টেম্পু চলা নিষেধ থাকলেও পুলিশকে ম্যানেজ করে চলাচল করে বলেও জানাযায়।