বরিশাল : ঝালকাঠি এনএস কামিল মাদরাসা (হাফেজি শাখা) শিক্ষার্থী মুহাম্মদ সাদ বিন নূর (১১) নিখোঁজ হওয়ার তিন দিনেও সন্ধান মেলেনি।
মাদরাসাসূত্রে জানাযায়, ঝালকাঠি সরকারি কলেজ মসজিদের প্রধান ইমাম হাফেজ মোহাম্মদ নূরুদ্দীনের পুত্র সাদ বিন নূর গত ১৮ অক্টোবর বেলা ১২ টায় বাসা থেকে মাদরাসা উদ্দেশ্যে যাওয়ার পথে নিখোঁজ হয়। তার পড়নে ছিল নিল শার্ট ও পায়জামা। গায়ের রং শ্যামবর্ণ।