যশোর অফিস : যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরালী মোড়ে একটি সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক বাবু হোসেন গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জনৈক মহসিনের বাড়ির সামনে যশোর বেনাপোল মহাসড়কে ড্রাম ট্রাক (ডাকা মে: ব ২৪-৭১৬১) ও সাধারণ ট্রাকের ( ঢাকা মে: ব ১৬- ৬২৭৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটো ট্রাকই সামনে দিকে ক্ষতিগ্রস্ত হয়। রেগুলার ট্রাকের চালক আহত বাবু হোসেন (৩০) ঝিকরগাছার কির্ত্তিপুরের সবুর হোসেনের পুত্র। তার ডান পায়ে প্রচন্ড আঘাত লেগেছে।
স্থানীরা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। এই দুর্ঘটনায় ড্রাম ট্রাকের চালক পলাতক আছে। দুর্ঘটনার পর থেকে ঘটনাস্থলে ঝিকরগাছা থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ উপস্থিত ছিল। কিছুক্ষণ পর থেকেই যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে।