ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে সড়ক দূর্ঘটনা নিহত ২ : আহত অর্ধশত

প্রকাশঃ ২০১৭-০৭-০৭ - ০২:২৯

ঝিনাইদহঃ ঝিনাইগদ মাগুরা সড়কের আলমখালী নামক স্থানে বিপরীতমুখি দু’টি নৈশ কোচের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও অর্ধশতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের অনেককে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিকভাবে পাওয়া খবরে বলা হয়েছে আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। ওই রাতেই মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় মেলেনি। অপর নিহত ব্যক্তি হলেন চুয়াডাঙ্গার হাবিববুর রহমান নামের এক ব্যক্তি। প্রতক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল রাত এগারটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচ সোনারতরী ও দর্শনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দর্শনা ডিলাক্স ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের আলমখালী নামকস্থানে পৌছলে দর্শনা ডিলাক্সের সামনের একটা চাকা বাস্ট হয়ে দর্শনা ডিলাক্স নিয়ন্ত্রন হারায়। ফলে সোনারতরী ও দর্শনা ডিলাক্সের মুখোমুখি সংঘর্ষ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মাগুরা সদর হাসপাতালে আহতদের মধ্যে ৫/৭ জনের অবস্থা গুরুতর ছিলো।