ঢাকা : করোনাভাইরাসের টিকা নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী রাষ্ট্রের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি স্পিকার রবিবার দুপুরে সংসদ সচিবালয় ক্লিনিক টিকা দান কেন্দ্রে এই টিকা নেন। রাষ্ট্রের তৃতীয় গুরুত্বপূর্ণ অপর ব্যক্তি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সারা দেশে গণ টিকাদান শুরুর দিন গত ৭ ফেব্রুয়ারিই করোনাভাইরাসের টিকা নিয়েছেন। ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুয়ায়ী রাষ্ট্রের প্রথম গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন রাষ্ট্রপতি এবং দ্বিতীয় প্রধানমন্ত্রী। গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে গণ টিকাদান শুরুর দিন থেকেই সংসদের মিডিয়া সেন্টারে এই টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিকা নিয়ে স্পিকার বলেন, “ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সকলেরই এই ভ্যাকসিন গ্রহণ করা জরুরি।” এসময় জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও মেডিকেল সেন্টারের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা। সবাইকে এ টিকার দুটি ডোজ নিতে হবে। এই টিকা নিরাপদ এবং করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর বলে প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।