জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে পুলিশ কর্তৃক মঞ্চ ভাংচুরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপি। সেই সাথে তাদের উপরে এমন অত্যাচারের তীব্র নিন্দা জানিয়েছেন দলটির স্থানীয় নেতারা। সোমবার বিকালে তাদের দলীয় কার্যালয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির নেতাকর্মার। এসময় বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, ছাত্রদলের সভাপতি কায়েস সহ অন্যান্য নেতাকর্মীরা। বক্তরা বলেন, ছাত্রদলের নেতা কর্মীরা সকাল থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে জড়ো হতে থাকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে। এ সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে আসে ছাত্রদল কর্মীরা । কর্মসূচী শুরু হওয়ার আগেই ঠাকুরগাঁওয়ের এসপি ফারহাত আহমেদের নেতৃত্বে প্রায় ২’শ এর বেশি পুলিশ এসে তাদের ওপর লাঠি চার্জ করে ও মঞ্চ ভেঙ্গে দেয়। পুলিশের লাঠি চার্জের সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান সহ ছাত্রদলের প্রায় ১৫ জনের বেশি কর্মী আহত হয় । জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান বলেন, পুলিশের এই লাঠি পেটা খেয়ে প্রায় ১৫ জনের বেশি কর্মীরা আহত হয়েছে। সেই সাথে আমিও। যার মধ্যে পৌর ছাত্রদলের মোমিনুল ইসলাম মোমিন যার অবস্থা অনেক আশংঙ্কা জনক। তাকে রংপুর পাঠানো হয়েছে। যানিনা তার কি অবস্থা হবে পুলিশের এই আঘাতে। সেই সাথে ছাত্র দলের উপর এই অত্যাচারের তীব্র নিন্দা জানিয়ে সকল দলের প্রতি সমান আচরন করার অনুরোধ জানান তিনি এবং আটককৃত ৬ জনের মুক্তি চান জেলা বিএনপির সকল নেতাকর্মীরা। ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, শর্তভঙ্গ করে ছাত্রদল রাস্তায় বেড়িকেড দিয়ে মিছিল বের করার চেষ্ঠা করে। নাশকতাসহ আইনশৃংখলার অবনতির আশংকায় তাদের সরে যেতে বলা হয়েছে।