জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও : প্রথমবারের মতো ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০ টায় ঠাকুরগাঁও লাইফ লাইন পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে জব ফেয়ারের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল। পরে লাইফ লাইন স্কলার্স স্কুলের ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন,প্রতিষ্ঠানের ৭ম বছরের পদার্পন,ও পুরস্কার বিতরন করা হয়। এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লাইফ লাইন একাডেমির পরিচালক মোর্শেদা জাহান লুনার সভাপতিত্বে সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, কাবিদ ইলেকট্রো ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, ভোকেশনাল ইনস্টিটিউট এর সুপারিনটেনডেন্ট স্বপন কুমার বোস,কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ বজলুর রহমান, পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ খোরশেদ আলম প্রমূখ। উল্লেখ্য: উক্ত জব ফেয়ারে স্থানীয় রাজ্জাক গ্রুপ, সুপ্রিয় গ্রুপ ও বহিরাগত কাবিদ ইলেকট্রো ভেঞ্চার লিমিটেড (ঢাকা), ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট (ঢাকা) , লিওটেক (ঢাকা), কুমিল্লা অনলাইন, জেম কম্পানি লিমেটেড (পঞ্চগড়), বেস্ট কেয়ার ডায়গনস্টিক সেন্টার এন্ড হাসপাতাল লিমিটেড দিনাজপুর, আইটি কম্পিউটার ইনন্সিটিউট দিনাজপুর অংশগ্রহণ করে।