জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখরী ইউনিয়নের জাঠিডাঙ্গা এস.সি উচ্চ বিদ্যালয় মার্কেটের উদ্বোধন করা হয়েছে।
জাঠিডাঙ্গা এস.সি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে রবিবার বিকালে প্রধান অতিথি হিসেবে মার্কেটের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ:লীগের সাধারণ সম্পাদক মুহা.সাদেক কুরাইশী।
এসময় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ১৮নং শুখানপুখরী ইউনিয়ন আ:লীগের সভাপতি সুধীর চন্দ্র শর্মার সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য দেন, জেলা আ:লীগের দপ্তর সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, ১৮নং শুখানপুখরী ইউনিয়ন আ:লীগের সাধারণ সম্পাদক সাহা আলী,শুখানপুখরী ইউনিয়নের চেয়ারম্যার আনিছুর রহমান, স্কুলের প্রধান শিক্ষক রামকিশোর বর্মন সহ স্থানীয় আ:লেিগর নেতাকর্মীরা।