ঠাকুরগাঁওয়ে বাল্য বিবাহ প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৭-১০-১২ - ২৩:৩২

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও: “কন্যা শিশুর জাগরণ-আনবে দেশের উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন উপলক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সফিকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোর্শেদ আলী খান ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী প্রমুখ।

বক্তারা সর্বস্তরের পেশাজীবীদের ঐক্যবদ্ধ হয়ে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহবান জানান।