জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও : বাংলদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ১০ দিন ব্যাপী ব্যাডমিন্টন প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার রাতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র তুলে দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল আওয়াল।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফারুক হোসেন, মহিলা ক্রীড়া সংস্থার প্রীতি গাংগুলি, ব্যাডমিন্টন প্রশিক্ষক হিরোন মজুমদার।
উল্লেখ্য : ১০দিন ব্যাপী ব্যাডিমিন্টন প্রশিক্ষণে সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলার মোট ৩২ জন খেলোয়াড়কে প্রশিক্ষণ প্রদান করা হয়। যার মধ্যে (ক) গ্রুপে ৮-১২ বছরের বালক-বালিকা ও (খ) গ্রুপে ১৩-১৬ বছরের বালক-বালিকা প্রশিক্ষণ গ্রহন করেছে। এদের মধ্যে ২৮ জন বালক ও ১৪ জন বালিকা রয়েছে।