ঠাকুরগাঁও প্রতিনিধি : রাত জেগে ঠাকুরগাঁওয়ের প্রবেশদার ২৯ মাইল নামক এলাকায় তল্লাশী চৌকি বসিয়ে নিরঅলস পরিশ্রম করে যাচ্ছে ঠাকুরগাঁও পুলিশ। গত ৮ এপ্রিল রাতভর অভিযান পরিচালনা করে একে একে যাত্রী বোঝাই ১৫টি বাস, ট্রাক, মাইক্রো, এ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যান আটক করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মর্তুজা। এরই ধারাবাহিকতায় রাতজেগে ঠাকুরগাঁওয়ের প্রবেশদ্বারে প্রতিটি গাড়িতে তল্লাশি করছেন পুলিশ বাহিনীর একটি চৌকশ দল। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম জানান, মানুষ মানুষের জন্য , তাই সাধারণ মানুষের কথা ভেবে রাতের আঁধারে অন্য কোন সংক্রমিত জেলা থেকে কেউ যাতে প্রবেশ করতে না পারে এজন্য ঠাকুরগাঁওবাসির নিরাপত্তা নিশ্চিত করতে সারারাত ঠাকুরগাঁওয়ের প্রবেশদার ২৯ মাইলে পুলিশি চেক পোস্ট বসানো হয়েছে । তিনি আরও জানান, আজ শবে-বরাত কিন্তু মাসুষের সেবায় প্রতিটি রাত-দিন আমাদের কাছে সমান। এদিকে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবু তাহের মোহম্মদ আব্দুল্লাহকেও মাঠ পর্যায়ে দেখা যায়।