ডাঃ খন্দকার জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশঃ ২০২৩-০২-০১ - ১৪:১৯

বিজ্ঞপ্তি : খুলনার খ্যাতিমান উন্নয়ন বিশেষজ্ঞ, রূপান্তর-এর জ্যেষ্ঠ কর্মী মরহুম ডাঃ খন্দকার জহুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বক্তারা বলেছেন, তিনি ছিলেন নবীন উন্নয়নকর্মীদের জন্য এক জীবন্ত পাঠশালা। তিনি খুলনাঞ্চলের উন্নয়ন সংগঠনসমূহের এগিয়ে যাবার পেছনে যে অবদান রেখেছেন তা’ চিরস্মরণীয় হয়ে থাকবে। রূপান্তর তার দেখানো পথেই সামনে এগিয়ে যাবে।

আজ বিকেলে নগরীর শিরিশনগরস্থ রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে স্মরণসভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। সংস্থার সিনিয়র কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাসের সাঞ্চালনায় আলোচনায় অংশ নেন রূপান্তর থিয়েটারের পরিচালক মিজানুর রহমান পান্না, প্রকল্প পরিচালক শাহাদত হোসেন বাচ্চু, সিনিয়র কর্মকর্তা শেখ জার্জিস উল্লাহ, কার্তিক রায়, কাজী মফিজুর রহমান, সুবল ঘোষ টুটুল, দিপ্তী রায়, শরীফুল বাসার, দীপঙ্কর মণ্ডল প্রমুখ।

সভায় বক্তারা তার আত্মার শান্তি কামনা করে বলেন, তার মৃত্যুতে খুলনার উন্নয়ন অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা’ এখনও পূরণ হয়নি। তিনি যে পথ দেখিয়ে গেছেন তা’ অনুসরণ করতে রূপান্তর দৃঢ় প্রতিজ্ঞ। রূপান্তর যতদিন বেঁচে থাকবে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন ততদিন।