ইউনিক ডেস্ক : খুলনার ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অতিথি পাখি শিকারী ও বিক্রেতা কে পাঁচ হাজার টাকা জরিমানা দন্ড এবং জব্দকৃত ১৯টি অতিথি পাখি অবমুক্ত করা হয়েছে।
আজ বুধবার সকালে আড়ংঘাটার ঘোনার দাড়া স্লুইস গেট এলাকায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম আশিষ মোমতাজ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার চেঁচুড়ি গ্রামের বাসিন্দা সরোয়ার গাজী দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে অতিথি পাখি শিকার করে বিক্রয় করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত আজ বুধবার ওই এলাকায় অভিযান পরিচালনা করে ১৯টি হাঁস পাখিসহ তাকে আটক করে।পরে তাকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে ৫ হাজার টাকা জরিমানা ধার্য্য এবং জব্দকৃত পাখিগুলো অবমুক্ত করে দেয়া হয়। আদালত পরিচানায় প্রসিকিউটর হিসেবে দায়ীত্ব পালন করেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন সানা। সহযোগিতায় ছিলেন আড়ংঘাটা থানা পুলিশের সদস্যবৃন্দ।