ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় এক প্রভাবশালী কর্তৃক আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাকা ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পশ্চিম শোভনা দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আদালতে মামলার বিবরণ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম শোভনা দাসপাড়া এলাকার মৃত সুবোধ চন্দ্র দাসের ছেলে রবিন দাস ও তার সহোদর হরিদাস দাসের সাথে একই পাড়ার মৃত পুলিন বিহারী দাসের ছেলে জগদীশ চন্দ্র দাসের শোভনা মৌজায় এক খন্ড জমি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে জগদীশ দাস বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে রবিন ও হরিদাস কে নানা ভাবে হয়রানি করে আসছে বলে তারা জানান। উপায়ান্তর না পেয়ে রবিন দাস বাদি হয়ে গত ১০ সেপ্টেম্বর খুলনার ডুমুরিয়া সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন,যার নং-দেওয়ানী-২৫২/২৪। মামলাটি দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত ৭ অক্টোবর ওই জমিতে বিবাদী পক্ষকে অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি প্রদান করেন। কিন্তু জগদীশ দাস আদালতের আদেশকে তোয়াক্কা না করে গায়ের জোর ও প্রভাব খাটিয়ে তর্কিত ওই জমিতে পাকা ইমারত নির্মাণ করে ছাদ ঢালাইয়ের কাজ অব্যাহত রেখেছে। এতে বাঁধা দিলে জগদীশ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি ধামকি দিচ্ছে বলে বাদি অভিযোগ করে বলেন। আশু প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।