ডুমুরিয়ায় পিপিআর টিকা কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় পরিচালক

প্রকাশঃ ২০২৪-১০-০২ - ১৬:৫৮

ডুমুরিয়া : ডুমুরিয়া উপজেলায় ১৪ টি ইউনিয়নে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে পিপিআর রোগ নির্মুল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্যোগে (২য় পর্যায়) দেশব্যাপী পিপিআর টিকা (২য় ডোজ) প্রদান কার্যক্রম।
গত সোমবার থেকে ১ অক্টোবর পর্যন্ত সকাল সাড়ে ৬টায় ডুমুরিয়া উপজেলায় ১৪ টি ইউনিয়নে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে পিপিআর রোগ নির্মুল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্যোগে (২য় পর্যায়) দেশব্যাপী পিপিআর টিকা (২য় ডোজ) প্রদান কার্যক্রম শুরু হয়।
মঙ্গলবার সকাল ১০টায় ডুমুরিয়ায় খুলনা বিভাগীয় পরিচালক ডাঃ নূরুল্লাহ মোঃ আহসান ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের ৬নাম্বার ওয়াডের জিলেরডাঙ্গা গ্রামের ১শত ৭৮ টি ছাগলের ভেকসিন দেওয়ার সময় পরিচালক পরিদর্শন করেন।
উল্লেখ্য ইউনিয়নের ১ থেকে ৯নং ওয়ার্ডের টিকা প্রদান কার্যক্রম চলাকালীন সময়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের ডাঃ পলাশ কুমার দাশ,উপজেলা প্রাণিসম্পদ অফিসার,বটিয়াঘাটা, খুলনা, ডাঃ এ,বি, এম, জাকির হোসেন, উপপরিচালক, ভেটেরিনারি পাবলিক হে্লথ,বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, খুলনা।
ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির উক্ত এলাকা সমূহ পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডাঃ শারমিন আলম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সায়রা গুলশান, উপ-সহকারী চঞ্চল কুমার মন্ডল ও ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কম্পাউন্ডার মোঃ আশরাফুল আলম, এল এস পি শিশির মন্ডল, শ্যামলী কবিরাজ, এল.এস.পি শিউলি বালা প্রমুখ।
উল্লেখ্য, প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় পিপিআর রোগ নির্মূল করার লক্ষ্যে ইতিপূর্বে দেশব্যাপী ১/১০/২০২৩ হতে ১২/১০/২০২৩ পর্যন্ত ১ম ডোজ পিপিআর টিকা প্রয়োগ সম্পন্ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১/১০/২০২৪ থেকে ১৮/১০/২০২৪ পর্যন্ত ২য় ডোজ পিপিআর টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে।