ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় শারদীয় দুর্গাপূজার চাঁদা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পূজা কমিটির ক্যাশিয়ার ও তার বৃদ্ধ মা গুরুতর আহত হয়েছে। আহত ওই মহিলা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম শোভনা দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় লিখিত অভিযোগ ও আহতের পরিবার সূত্রে জানা যায়, চলতি বছরে পশ্চিম শোভনা দাসপাড়া সর্বমঙ্গলা পূজা মন্দিরে পাড়া ভিত্তিক দুর্গোৎসব পালনে মন্দির কমিটি স্থানীয় অমূল্য দাসকে নির্ধারিত একটা চাঁদা ধার্য করেন। কমিটির ক্যাশিয়ার রবীন্দ্রনাথ দাস পূজার ধার্যকৃত টাকা চাইতে গেলে অমূল্য দাসের সাথে বাক বিতণ্ডা ও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘটনার দিন রাতে নিতাই দাসের চায়ের দোকানে আসলে অতর্কিত ভাবে অমূল্য দাস ও তার ছেলে গৌতম দাস লাঠিসোটা নিয়ে রবীনের উপর হামলা চালায়। এ সময় তার চিৎকারে বৃদ্ধ মাতা কালিদাসী ছুটে আসলে তাকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনা প্রসঙ্গে ওসি তদন্ত শাহিনুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।